আশার আলো—ডাঃ রাজেশ চক্রবর্তী (পার্থ)

আশার আলো
ডাঃ রাজেশ চক্রবর্তী (পার্থ)

শক্তি আছে যার
সেই তো জিতে,
যা খুশি তা করে
সব কিছু পেতে।

নিরিহ দের নিশ‍্য করতে
তারা যখন ভয়াল,
দয়ার ভান্ডার হতে দয়া
দেয়া তাদের খেয়াল।

সমাজের আবার তারাই মাথা
তারাই সমাজপতি,
নিজেদের জাহির করতে
অন্যদের করে ক্ষতি।

তারা সবাই ঘিন্ন
সমাজের বুঝা,
তাদের যাতা কলে পড়ে
হবে না কেউ সুজা।

তাদের এড়িয়ে চলা
নিজের যেমন ভালো,
সমাজের ও উপকার হবে
জাগবে আশার আলো।

Leave a Comment

error: Content is protected !!