জীবনের কনডেম সেলে -আবিদ আউয়াল

0
73
জীবনের কনডেম সেলে -আবিদ আউয়াল

জীবনের কনডেম সেলে
আবিদ আউয়াল

জীবনের কনডেম সেলে ফাঁসির পোশাক পড়ে
কাঁদছে মানুষ ছুটছে বেহুঁশ গূঢ় অন্ধকারে।

হুহু করে হাসে নিত্যপণ্য লাফিয়ে বাড়ায় দাম
হাটে হাটে রক্ত হয়ে ঝরে নিঃস্ব শ্রমিকের ঘাম।

অবরুদ্ধ সবুজারণ্যে মাদবী মল্লিকারা ফোটে
পুরো অষ্টপ্রহর মানবতা পিষ্ট শোষক বুটে।

দহনে জীবনের ছন্দপতন হাটে ঘাটে মাঠে
মিথ্যে ট্রেনের হুইসেলে আজ সব ওঠেছে লাটে।

সড়কে সড়কে মৃত্যুরা আজ মিছিল করে যায়
ধর্ষিত হয় ফুল কিশোরী রাতে, সকাল-সন্ধ্যায়।

সেবার নামে ব্যবসা চলে ধর্ম শিক্ষা স্বাস্থ্য খাতে
ভদ্র মানুষ লাঞ্ছিত হয় বখাটেদের হাতে।

নিস্বরা আজ জীবনটারে নিলাম তুলে হাঁকায়
সুদ ঘুষের কারবারিরা স্বর্গ কিনে টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here