পাগলের পাল্লায় – আবিদ আউয়াল

0
98
আবিদ আউয়াল

পাগলের পাল্লায়
আবিদ আউয়াল

চকলেট বিস্কুট বাকরখানির ঘ্রাণ ছিল না হাতে
তবুও পাগলের  জহুরী নজরে নজরবন্দি
হঠাৎ মেজাজ হারিয়ে সাপের ফণার মতো
ফুসফুস করে ওঠে, আঁটে ঢিল ছুড়ার  ফন্দি

ঝিমুতে ঝিমুতে ভালোবাসার শালপাতা
গিলে খায় পাগলটা, তবুও হাতে মুঠোবন্ধি ঢিল
উত্তেজনার চূড়ায় বসে নিশানা করে আমাকে
ঢিল থরো করার মতো দূরত্বে করছিল কিলবিল

পুরোদস্তুর নোঙর ফেলে মাছ শিকারির মতো
এর চেয়েও উন্মাদ আছে সমাজের অভ্যন্তরে
প্রতিবাদের মূল উৎপাটন করতে
দিব্যি ওরা প্রমেথিউসের চোখ খোঁজে ঘরে ঘরে

স্পষ্ট দেখতে পাচ্ছি এসব পাগলের পাল্লায় পড়ছে
পাড়া, মহল্লা, গ্রাম, শহর এমনকি গোটা দেশ
বাদ যায়নি উপাসনালয় গির্জা কিংবা প্যাগোডা
আজ মসজিদ থেকে মন্দির পর্যন্ত হয়েছে শেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here