প্রভাষক খুঁজছে বিইউপি

প্রভাষক খুঁজছে বিইউপি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ১৭ ধরনের পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর সবগুলোই বিষয়ভিত্তিক প্রভাষক পদ। চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীদের কর্মস্থল হবে বিইউপি ও বিএমএ।

আবেদন করতে হবে ৫ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে।

পদের তালিকা :
প্রভাষক (ইংরেজি) – ২ জন,
প্রভাষক (ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট) – ১ জন,
প্রভাষক (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) – ১ জন,
প্রভাষক (ইকোনমিকস) – ১ জন,
প্রভাষক (ডেভেলপমেন্ট স্টাডিজ) – ১ জন,
প্রভাষক (সোসিওলজি) – ২ জন,
প্রভাষক (মার্কেটিং) – ১ জন,
প্রভাষক (অ্যাকাউন্টিং) – ২ জন,
প্রভাষক (ম্যানেজমেন্ট) – ২ জন,
প্রভাষক (ফিন্যান্স) – ১ জন,
প্রভাষক (আন্তর্জাতিক সম্পর্ক) – ১ জন,
প্রভাষক (আইন) – ১ জন,
প্রভাষক (মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম) – ২ জন,
প্রভাষক (আইসিই/আইসিটি/ইইই) – ২ জন,
প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) – ২ জন,
প্রভাষক (রসায়ন) – ১ জন ও
প্রভাষক (উদ্ভিদবিদ্যা) – ১ জন।

সবগুলো পদের ক্ষেত্রে ৯ম গ্রেডের বেতন ধরা হবে।

বিস্তারিত বিইউপির ওয়েবসাইটে : https://bup.edu.bd

Leave a Comment

error: Content is protected !!