প্রভাষক খুঁজছে বিইউপি

0
158
প্রভাষক খুঁজছে বিইউপি

প্রভাষক খুঁজছে বিইউপি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ১৭ ধরনের পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর সবগুলোই বিষয়ভিত্তিক প্রভাষক পদ। চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীদের কর্মস্থল হবে বিইউপি ও বিএমএ।

আবেদন করতে হবে ৫ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে।

পদের তালিকা :
প্রভাষক (ইংরেজি) – ২ জন,
প্রভাষক (ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট) – ১ জন,
প্রভাষক (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) – ১ জন,
প্রভাষক (ইকোনমিকস) – ১ জন,
প্রভাষক (ডেভেলপমেন্ট স্টাডিজ) – ১ জন,
প্রভাষক (সোসিওলজি) – ২ জন,
প্রভাষক (মার্কেটিং) – ১ জন,
প্রভাষক (অ্যাকাউন্টিং) – ২ জন,
প্রভাষক (ম্যানেজমেন্ট) – ২ জন,
প্রভাষক (ফিন্যান্স) – ১ জন,
প্রভাষক (আন্তর্জাতিক সম্পর্ক) – ১ জন,
প্রভাষক (আইন) – ১ জন,
প্রভাষক (মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম) – ২ জন,
প্রভাষক (আইসিই/আইসিটি/ইইই) – ২ জন,
প্রভাষক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) – ২ জন,
প্রভাষক (রসায়ন) – ১ জন ও
প্রভাষক (উদ্ভিদবিদ্যা) – ১ জন।

সবগুলো পদের ক্ষেত্রে ৯ম গ্রেডের বেতন ধরা হবে।

বিস্তারিত বিইউপির ওয়েবসাইটে : https://bup.edu.bd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here