প্রিয়সী—আতাউর রহমান

0
760
প্রিয়সী---আতাউর রহমান

প্রিয়সী
আতাউর রহমান

তোমার বিমোহিত চোখের নিবীর চাহনি
যেন আমার নির্জন গৃহের বসবাস।
তুমি এক অনুভূতিশীল গহীন অরন্য ভূমি
মনের আঁধার উকি মারা প্রিয়ন্তীর প্রিয় মুখ।

অপ্রতিরোধ্য পথচলার অভিপ্রায় আমার
হৃদয়ের প্রাপ্তি অপ্রাপ্তির দায়বদ্ধতা সমান।
অনুভূতি সীক্ততায় মুক্ত বিহঙ্গের মত
অভিলাসী মন আজ কেন দুর পারাবার।

তোমার অরন্য গহীন বনের এক অধিপত্যে
রাজত্ব করা আমার সুখ বিলাসী মন।
কতবার চোখের আল্পনা দৃষ্টিতে সুখের অনুভূতি
সব কল্পনা একেছি হৃদয়ের আলিঙ্গনে বাহুডুরে।

অজস্র অপেক্ষায় প্রহর গুনে নিলীমার বুকে
রৌদ্রছায়ায় মায়া কাটানো নিয়তির প্রকোপ।
মনের নিবিড় পরিচর্যা বিহঙ্গ বসন্ত বিলাপের
মত বিস্তৃত নিলীমার নিঃসীমা দিগন্ত।

মায়াবিনীর উষ্ণ ছোঁয়ায় অনুভূতির বাসনার
সিমানা পেরিয়ে ভোরের স্নিগ্ধতার প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here