মাসুদ ভালো হয়ে যাও

0
179
মাসুদ ভালো হয়ে যাও

মাসুদ ভালো হয়ে যাও। এলাকায় ঘাউরামির জন্য ব্যাপক খ্যাতি রয়েছে মাসুদের। তার একটা গ্যাংও আছে। তার নেশা বাইকার। একপর্যায়ে মাসুদ প্রেমে পড়ে। প্রেমিকাকে পেতে মাসুদ আরও বেশি ঘাউরামি শুরু করে।

কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে মাসুদ ভালো হয়ে যাবেন কি না- সেই রহস্যঘেরা দৃশ্য দেখা যাবে ঈদুল ফিতরে।

এসব দৃশ্য দেখা মিলবে আসন্ন ঈদুল ফিতরে ‘মাসুদ ভালো হয়ে যাও’ নামের একটি নাটকে। ‘ভালো হয়ে যাও মাসুদ’, বহুল আলোচিত এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সংলাপটি সবার মুখস্থপ্রায়। এবার আলোচিত এই সংলাপটির সঙ্গে মিল রেখে নাটকের নামকরণ করা হয়েছে ‘মাসুদ ভালো হয়ে যাও’।

নাটকটিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আফরিন মিম।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ‘মাসুদ ভালো হয়ে যাও’ নাটকটি ঈদুল ফিতরে এনটিভিতে প্রচার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here