Home স্থান দর্শনীয় স্থান লাউচাপড়া পিকনিক স্পট

লাউচাপড়া পিকনিক স্পট

0
101
লাউচাপড়া পিকনিক স্পট

লাউচাপড়া পিকনিক স্পট জামালপুর জেলায় অবস্থিত হলেও ঢাকা থেকে ভ্রমণ করতে চাইলে শেরপুর জেলা হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে ড্রীমল্যান্ড পরিবহন বা আপনার সুবিধামত বাসে চড়ে শেরপুর এসে সেখান থেকে অন্য বাসে বকশীগঞ্জ চলে আসুন। বকশীগঞ্জ থেকে রিকশা বা ভ্যানে করে সহজে লাউচাপড়া পিকনিক স্পট যাওয়া যায়।

লাউচাপড়া কোথায় থাকবেন

জামালপুর জেলা পরিষদের পাহাড়িকা বাংলো এবং ব্যক্তি মালিকানাধীন বনফুল রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন। তবে জেলা পরিষদের রেস্টহাউসে থাকতে চাইলে আপনাকে পূর্ব অনুমতি নিয়ে আসতে হবে।
জামালপুর জেলা পরিষদে যোগাযোগের ফোন নাম্বার- 0981-62716, 0981-63514, 0981-63240। আর বনফুল রিসোর্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে রিভার এন্ড গ্রীন ট্যুরস, এম আর সেন্টার, (৭ম তলা), বাড়ি-৪৯, সড়ক ১৭, বনানি বাজার, ঢাকা। ফোন- 8826759, 0789-224593।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!