স্মৃতিমাখা ডাকবাক্স আজ শুধুই ইতিহাস

0
79
স্মৃতিমাখা ডাকবাক্স শুধুই ইতিহাস

স্মৃতিমাখা ডাকবাক্স আজ শুধুই ইতিহাস। “চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে” কিংবা “চিঠি দিও প্রতিদিন চিঠি দিও” সহ অসংখ্য কালজয়ী গান-কবিতা ও প্রবন্ধ রয়েছে বাংলা সাহিত্য জুড়ে। যাপিত জীবনের সুখ-দুঃখ বা আনন্দ-বেদনার অন্যতম সাক্ষী চিঠি।

প্রিয়জনের পাঠানো চিঠি পড়ে মা-বাবা, স্ত্রী সন্তানসহ স্বজনরা মুহূর্তেই একাত্ম হয়ে যেতেন আনন্দ কিংবা বিষাদে। ডাক বিভাগের রানার (ডাকপিয়ন) চিঠির ঝোলা নিয়ে দিনরাত ছুটতেন প্রাপকের দুয়ারে। দেশ-বিদেশে কর্মরতরা সংবাদ পাঠাতেন চিঠির মাধ্যমে আর টাকা পাঠাতেন মনি অর্ডারের মাধ্যমে। গ্রামে রানার ঢুকলে সকলেই উৎসাহ-উৎকণ্ঠায় থাকতেন না জানি কোন পরিবারে খাম বা পোস্টকার্ডে হাতে লেখা চিঠিতে সুখ কিংবা দুঃখের বারতা এলো।

নিরক্ষর অভিভাবকরা বাড়িতে শিক্ষিত কেউ বা স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের দ্বারস্থ হতেন প্রেরিত চিঠিটি পড়ে দিতে। আর এই কাজগুলো সম্পন্ন হতো বাংলাদেশ ডাক বিভাগের সেবার সুবাদে। তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশে নব্বই দশক থেকেই ডিজিটাল সেবায় সারাবিশ্বের মতো বাংলাদেশও এগিয়ে যেতে থাকে।

কালের পরিক্রমায় ডাক বিভাগের প্রায় ১শ ৫০ বছরের সুদীর্ঘ ইতিহাস হারিয়েছে জৌলুস। বিশ্বায়নের ডাকে প্রাচীন যোগাযোগ মাধ্যমকে দূরে ঠেলে স্থান দখল করে নিয়েছে সময় ও অর্থ সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যোগাযোগ মাধ্যম। অল্প সময়ে মুঠোফোন, ই-মেইল ও ইন্টারনেটের মাধ্যমে সচিত্র বারতা যোগাযোগ হাতের নাগালে থাকায় এখন কেউ আর চিঠি লেখেনা। তথ্য প্রযুক্তির বদৌলতে ফুরিয়েছে অপেক্ষার প্রহর। ফলে দিনদিন ব্যবহার কমছে ডাকবাক্সের। দেশের প্রত্যন্ত এলাকায় এখন আর দেখা মেলে না ডাকবাক্সের।

বাতাস-তরঙ্গের যথেচ্ছ ব্যবহার ও আকাশ সংষ্কৃতির দাপটের কথা আঁচ করেই হয়তো প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন “ ভাল আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো”।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, অবাধ তথ্য প্রযুক্তির আকাশচুম্বী দাপটে হাতে লেখা চিঠির প্রয়োজন ফুরিয়েছে। তাই ডকবাক্স আজ অবহেলিত।

উপজেলা পোস্টমাস্টার বাবুল চন্দ্র দাস বলেন, ডাকবিভাগের জৌলুস আজ আর নেই। ব্যক্তিগত চিঠি নাই বললেই চলে। পদ্ধতিগত বাধ্যবাধকতায় এখন শুধু সরকারি ডকুমেন্ট বা চিঠি আদান-প্রদান করা হয়। তাছাড়া এ শাখায় সঞ্চয় ও মোবাইলের মাধ্যমে লেনদেন কার্যক্রমও কমে এসেছে। জনবল সংকট ও যোগাযোগ মাধ্যমে চিঠির ব্যবহার কমে যাওয়ায় উপজেলা পরিষদ ও প্রধান ডাকঘরের সামনে ঈশ্বরগঞ্জ উপজেলায় মাত্র দুইটি ডাকবাক্স রয়েছে বলে জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here