সাবরিনা পড়শী জন্ম, পেশা, শিক্ষা, পুরস্কার, ক্যারিয়ার

সাবরিনা পড়শী (জন্ম: ৩০ জুলাই, ১৯৯৬) একজন বাংলাদেশী সংগীতশিল্পী। ২০০৮ সালে চ্যানেল আইয়ের “ক্ষুদে গানরাজ”-এ ২য় রানার আপ হন তিনি। তিনি পপ ও আধুনিক ধারায় গান করেন। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য।

সাবরিনা পড়শি
Porshi Bangladeshi singer
প্রাথমিক তথ্য
জন্ম নাম সাবরিনা পড়শি
জন্ম ৩০ জুলাই ১৯৯৬ (বয়স ২৩)
ঢাকাবাংলাদেশ
ধরন পপ, আধুনিক, রক
পেশা কন্ঠশিল্পী, মডেলঅভিনেত্রী
বাদ্যযন্ত্রসমূহ ভোকাল
কার্যকাল ২০০৮-বর্তমান
লেবেল সিডি চয়েজ, জি-সিরিজ, লেজার ভিশন
সহযোগী শিল্পী পড়শি ও বর্ণমালা (ব্যান্ড), আরফিন রুমি, ইমরান মাহমুদুল,

জুয়েল মোর্শেদ, বেলাল খান, হাবিব ওয়াহিদ

জন্ম ও শিক্ষাজীবন


পড়শী ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মৌলভী পাড়ায়। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিনী। তার একমাত্র ভাইয়ের নাম সিয়াত এহসান স্বাক্ষর। তিনি অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল, ভিকারুননিসা নূন স্কুল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পড়াশোনা করেন।

সংগীত জীবন


ছোট বেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারি ভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি। ২০০৮ সালে চ্যানেল আইয়ের “ক্ষুদে গানরাজ” নামক গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন তিনি।

২০০৮-২০১০


২০০৮ সালে “ক্ষুদে গানরাজ”-এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সঙ্গীত কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি তার একক অ্যালবাম “পড়শী” এর কাজ শুরু করেন। তিনি ৫ সঙ্গীত পরিচালক সঙ্গে অ্যালবাম তৈরির কাজ করেন। অ্যালবামটি ২০১০-এর ঈদ উল ফিতরে মুক্তি পায়।

২০১১-২০১২


প্রথম অ্যালবাম পর তিনি ২০১১ থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে তার দ্বিতীয় একক অ্যালবাম “পড়শী ২” মুক্তি পায়। ২০১২ সালে পড়শী “বর্ণমালা” নামে একটি ব্যান্ড দল গঠন করেন।

২০১৩


২০১৩ সালের ঈদুল ফিতরে তার তৃতীয় একক অ্যালবাম “পড়শী ৩” মুক্তি পায়। এই অ্যালবামের “জনম জনম”, ‘হৃদয় আমার’, ‘লাভ স্টেশন” শীরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায়।

পড়শী ও বর্ণমালা


২০১২ সালে তিনি ‘বর্ণমালা’ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। বর্তমানে এ ব্যান্ড দলের সদস্যরা হলেন: পড়শী (ভোকাল), নাদিম আহমেদ, কাইয়ুম (ভোকাল ও কী-বোর্ড), মিঠু (প্যাড এন্ড ড্রামস), টিপু (লীড গীটার), অনির্বান, রিন্টু (বেস গীটার) ও ব্যান্ড ম্যানেজার হিসেবে আছেন তার ভাই স্বাক্ষর আহসান।

ক্যারিয়ার


পড়শী ২০০৭ সালে সরকার কর্তৃক আয়োজিত একটি গাওয়া প্রতিযোগিতা ‘কমল কুড়ি’-তে অংশ নিয়েছিল এবং তিনি দেশ গানের বিভাগে বিজয়ী হন। ২০০৮ সালে, তিনি “চ্যানেল আই খুদে গান রাজ” গান গাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করার পরে তিনি দ্বিতীয় রানার আপ হন। তারপরে তিনি সারাদেশে টাইমলাইনে আসেন।

২০০৯ সালে, তিনি তার প্রথম প্লেব্যাক করেছিলেন এবং একই বছরে তিনি তার প্রথম অ্যালবাম ‘পড়শী’ জন্য কাজ শুরু করেছিলেন যা ২০১০ সালে প্রকাশিত হয়েছিল। তার প্রথম অ্যালবামটি বিপুল জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সাফল্য পেয়েছিল।

এছাড়াও, ২০১২ সালে তিনি দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী ২’ বারবার তৃতীয় অ্যালবাম ‘পড়শী ৩’ প্রকাশ করেছিলেন ২০১৩ সালে। পড়শী তার প্রথম সংগীত ভিডিও ‘তোমারী পরশে’ আরফিন রুমির সাথে তৈরি করেছিলেন এবং তিনি ‘বর্নোমালা’ নামে একটি ব্যান্ড গঠন করেছিলেন।

পড়শী উচ্চতা ও শরীরের পরিমাপ


উচ্চতা ৪ফুট ১১ ইঞ্চি
ওজন ৪৮ কেজি
ব্রা সাইজ ৩২
কোমরের মাপ ২৩ ইঞ্চি
হিপ সাইজ ৩২ ইঞ্চি
শরীরের পরিমাপ ৩২-২৩-৩২ ইঞ্চি
চুলের রং কালো
চোখের রং কালো
দৈহিক আকৃতি পাতলা
জুতার মাপ ৬.৫

পুরস্কার ও সম্মাননা


বছর ক্যাটাগরি পুরস্কারের নাম ফলাফল
২০০৯ সেরা কন্ঠশিল্পী (নারী) সুইট ড্রিমস কালচারাল অ্যাওয়ার্ড বিজয়ী
২০১০ সেরা কন্ঠশিল্পী (নারী) মেরিল-প্রথম আলো পুরস্কার
যুগান্তর পারফরমেন্স অ্যাওয়ার্ড
মনোনীত
২০১১ সেরা কন্ঠশিল্পী (নারী) মেরিল-প্রথম আলো পুরস্কার
কালচারাল জার্নালিস্ট ফেডারেশন অব বাংলাদেশ
মনোনীত
২০১২ সেরা কন্ঠশিল্পী (নারী) মেরিল-প্রথম আলো পুরস্কার
কালচারাল জার্নালিস্ট ফেডারেশন অব বাংলাদেশ
মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েমন অব বাংলাদেশ
বিজয়ী
২০১৩ সেরা কন্ঠশিল্পী (নারী) বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বিজয়ী

চলচ্চিত্র জীবন


চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমিকা সহ-শিল্পী পরিচালক
২০১৬ মেন্টাল বিশেষ উপস্থিতি শাকিব খান শামীম আহমেদ রনি

সঙ্গীত

বছর গান চলচ্চিত্র সঙ্গীত পরিচালক সহ-শিল্পী
২০০৯ চাচ্চু চাচ্চু আমার চাচ্চু ইমন সাহা একক
২০১৫ মনের দুয়ার আরো ভালোবাসবো তোমায় হাবিব ওয়াহিদ দ্বৈত
২০১৫ তুমি আমার আরো ভালোবাসবো তোমায় হৃদয় খান দ্বৈত
২০১৯ সাদা কালো প্রেম ডনগিরি ইমন সাহা ইমরান মাহমুদুল

প্রোফাইল


      

সাবরিনা পড়শী ফটো


Porshi

সাবরিনা পড়শী

Porshi

Leave a Comment

error: Content is protected !!