কবি মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ এর মোড়ক উন্মোচন

তরুণ কবি মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রন্থের ‘পদ্যবাড়ির অন্দরমহল’ মোড়ক উন্মোচন হয়েছে। গত (১১ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ।

মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আসলাম সানি, সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমির সচিব লোকমান হোসেন, এশিয়ার সক্রেটিস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রাজিব সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানসহ অসংখ্য গুণিব্যক্তিবর্গ।

জানা যায়, ২০২১ এর বইমেলায় তরুণ কবি মাহবুব রুমনের প্রথম কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ প্রকাশিত হয়। কবি তাঁর বইটিতে প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বিরহ-বেদনা, মুক্তিযুদ্ধের চেতনাসহ নানা ছন্দময় ভঙ্গিমায় চারপাশের নানান চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেন কাব্যের পঙক্তিতে। যেকারণে কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার পরই পাঠকমহলে সর্বোচ্চ প্রশংসিত হয় এবং পাঠক সেখান থেকে রসদ খুঁজে পায়। সম্ভবত ওই কারণেই কবির প্রাপ্তির ঝুড়িতে যোগ হয় পাঠকদের অনিঃশেষ ভালোবাসা। যেই ভালোবাসায় কবি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ লেখার অনুপ্রেরণা পেয়েছেন।

পদ্যবাড়ির অন্দরমহল

কবি মাহবুব রুমন জানান, তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থে ‘পদ্যবাড়ির অন্দরমহল’ চমকপ্রদ কিছু বিষয় যোগ হয়েছে। যা পড়লে প্রতিটা পাঠকেই চরম রসদ লুণ্ঠন করতে পারবে। কবি আরও জানান, বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, সাম্য, বৈষম্যের বাইরেও বিষয় বৈচিত্রেরদিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশেও পরিব্যাপ্ত।

এদিকে কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ নাম প্রকাশের পরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু তা-ই নয়, মোড়ক উন্মোচনের পর বইটি সংগ্রহে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে পাঠকমহলে।

জানা যায়, ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ছায়াবীথি প্রকাশনীর ৪৪৯ নম্বর স্টলে। এ ছাড়াও ঘরে বসে অনলাইনে ‘রকমারি ডট কমে’ অর্ডার করেও বইটি হাতে পাওয়া যাবে। তাছাড়াও কবির বর্তমান কর্মস্থল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুন্নী লাইব্রেরীতে বইটি পাওয়া যাবে।

জানা যায়, কবি মাহবুব রুমন পেশায় বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। বর্তমানে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

২২ নভেম্বর, ১৯৯০ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার অবহেলিত গ্রাম ধলামূল গাঁও- এ বাবা মো. সিদ্দিকুর রহমান, মা হাজেরা খাতুনের ঘর আলোকিত করে জন্ম হয় কবি মাহবুব রুমনের।

মাহবুব রুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬ তম ব্যাচের বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। শৈশবকাল থেকেই লেখালেখির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি। তার-ই ধারাবাহিকতায় বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক পত্রিকাসহ সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।

Leave a Comment

error: Content is protected !!